উইকিপিডিয়াতে একটি পেজের নাম আছে, “যে সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না।” এই সাম্রাজ্যগুলো এতই বড় ছিল যে- কোনো না কোনো অঞ্চলে সবসময়ই দিনের আলো থাকত। এই তালিকায় আক্কাদিয়ান সম্রাট সারগন, পারস্যের সম্রাট জেরেক্সিস এর মত প্রাচীন সম্রাটদের পাশাপাশি চলে আসে ব্রিটিশ সাম্রাজ্যের কথা। এত বড় সাম্রাজ্য পৃথিবীর ইতিহাসে আর কখনোই ছিল না। অ্যামেরিকার প্রেইরি অঞ্চল, আরবের মরুভূমি, এশিয়ার সমতল এবং আফ্রিকার জঙ্গল- আক্ষরিক অর্থেই পুরো পৃথিবীতে ছিল এই সাম্রাজ্যের পতাকা। এই বইতে ব্রিটিশ সাম্রাজ্যের উত্থান, পতন এবং আধুনিক পৃথিবীর উপর এর প্রভাব বর্ণনা করা হয়েছে।
