কলম্বাস অ্যামেরিকা আবিষ্কারের আগেই সেখানে মানুষের বসতি ছিল। কেমন ছিল তারা? অ্যামেরিকার অনেক স্কুলে শেখানো হয় যে, এই মানুষগুলো ছিল অসভ্য এবং আদিম স্বভাবের। আর এরা সংখ্যায়ও ছিল নগণ্য। কিন্তু লেখক আমাদের সামনে তুলে ধরছেন এক ভিন্ন বাস্তবতা। এই বইতে তিনি দেখিয়েছেন যে, কলম্বাস অ্যামেরিকা আবিষ্কারের আগেই সেখানের অধিবাসীরা অনেকগুলো উন্নত সভ্যতা গড়ে তুলেছিল। আর তারা সংখ্যায়ও ছিল অনেক। ইউরোপীয়রা তাদের সাথে করে যে ছোঁয়াচে রোগ নিয়ে এসেছিল, সেই রোগের কারণেই স্থানীয়দের জনসংখ্যা প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ কমে গিয়েছিল।
