সারা পৃথিবীর ফসিল ফুয়েল শেষ হতে চলেছে। সৌদি আরবের মত দেশও তেল ভিত্তিক অর্থনীতি থেকে সরে আসছে। অন্যদিকে এগিয়ে আসছে জলবায়ু পরিবর্তন। ফলে আগামী দিনের অর্থনীতিতে পরিবেশবান্ধব জ্বালানী বা পরিবেশবান্ধব শক্তি উৎপাদন ছাড়া আমাদের সামনে আর কোন উপায় নেই। এজন্য তৈরি হচ্ছে ইলেক্ট্রিক গাড়ি, সোলার সেল এবং লিথিয়াম ব্যাটারি ভিত্তিক যন্ত্র। কিন্তু এইসব গ্রিন এনার্জি তৈরি করতে গেলে আমাদের প্রয়োজন- লিথিয়াম, তামা, স্বর্ণ, নিকেল এবং আরও কিছু খনিজ পদার্থ। আর এগুলো নিয়ে আগামী দিনগুলোতে রীতিমত যুদ্ধ শুরু হতে যাচ্ছে। আগামী দিনের ভূরাজনীতির একটা আলোচিত বিষয় হবে এইসব খনিজ সম্পদ।
কিন্তু বিষয়টা এখানেই শেষ না। বর্তমান চাহিদা অনুযায়ী এইসব খনিজ উত্তোলন করতে গেলে আমাদের সামনে চলে আসে অনেক নৈতিক প্রশ্ন। কিছু কিছু অঞ্চলে এইসব খনিজ তুলতে গিয়ে হারিয়ে যাবে জীববৈচিত্র্য, ক্ষতিগ্রস্ত হবে অনেক আদিবাসী সম্প্রদায়, অনেক অঞ্চলের মানুষ হয়ত এইসব খনিজ তুলতে কোম্পানি বা সরকারকে বাধা দেবে। ইলেক্ট্রিক গাড়ি, সোলার প্যানেল এবং ইলেক্ট্রনিক চিপ তৈরি করতে আমাদের যেসব খনিজ লাগে সেগুলো কিভাবে পাওয়া যায়, আর সেগুলো উত্তোলন করতে কি পরিমাণ জটিলতা রয়েছে সে সম্পর্কে তেমন কোন আলোচনাই হয় না। এই বইতে লেখক Ernest Scheyder এইসব বিষয়ের বর্তমান জটিলতা এবং ভবিষ্যতে এইসব জটিলতা কেমন রূপ নিতে পারে সেগুলো বিস্তারিত ব্যাখ্যা করেছেন।
Reviews
There are no reviews yet.