পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অবসিডিয়ান নামে এক ধরনের পাথুরে কাঁচ পাওয়া যায়। প্রাচীনকালে এই কাঁচগুলো দিয়ে খুবই ধারালো অস্ত্র বা হাতিয়ার তৈরি করা হত। এই পাথুরে কাঁচগুলো তৈরি হয় মূলত আগ্নেয়গিরির লাভা থেকে। আজ থেকে প্রায় ৯০০০ বছর আগে এই কাঁচগুলো তুরস্ক অঞ্চল থেকে নিয়ে সাইপ্রাস এবং জাগ্রোস পর্বতমালা অঞ্চলে রপ্তানি করা হতো। আবার প্রাচীনকালে ওয়েলসের কিছু পর্বতে এক ধরনের পাথর পাওয়া যেত, এই পাথরগুলো দিয়ে খুব ভাল কুঠার তৈরি করা যেত। এই পাথরগুলোও প্রাচীনকালে ১৪০ কিলোমিটার দূরের আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে রপ্তানি হতো। প্রাচীন মিশরীয়রা অবসিডিয়ান কাচ আমদানী করত লৌহিত সাগরের আশেপাশের অঞ্চল থেকে।
মানব সভ্যতার বাণিজ্যের ইতিহাসকে আমরা যতটা সহজ সরল মনে করি, বিষয়টা আসলে ততটা সরল ছিল না। বিভিন্ন অঞ্চলের সাথে বাণিজ্য করার জন্য অনেক প্রাচীনকালেই মানুষ খুবই জটিল কিছু ব্যবস্থা তৈরি করেছিল । আর আজকের দিনে আমরা যে অর্থনৈতিক ব্যবস্থা দেখি সেটাও তৈরি হয়েছে ধীরে ধীরে বিভিন্ন ব্যবস্থার একটা ধারাবাহিক বিবর্তনের মধ্য দিয়ে। এই বইতে “দ্যা ইকোনোমিস্টের” লেখক ফিলিপ কোগান বিশ্বের অর্থনৈতিক ইতিহাসকে বিশ্লেষণ করেছেন সেই প্রাচীন কাল থেকে শুরু করে আজকের আধুনিক অর্থনীতি পর্যন্ত। ইতিহাস এবং অর্থনীতিতে আগ্রহী যে কারও বইটি ভাল লাগবে।