নিয়ান্ডারথালরা আজ থেকে প্রায় ৪০ হাজার বছর আগে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু সৌভাগ্যক্রমে আমরা কয়েক হাজার পুরনো একটি মৃতদেহ থেকেও DNA উদ্ধার করার প্রুযুক্তি তৈরি করতে পেরেছি। আর এই প্রযুক্তি আবিষ্কারের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন সুইডিস বিজ্ঞানী সাভান্তে পাবো। নিয়ান্ডারথালদের DNA বিশ্লেষণের জন্য তাকে ২০২২ সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
চল্লিশ হাজার বছরের পুরনো একটি নমুনা থেকে DNA উদ্ধার করা যে কি পরিমাণ চ্যালেঞ্জিং সেটা বিস্তারিত না বললে বোঝানো সম্ভব নয়। এই বইতে সাভান্তে পাবো নিয়ান্ডারথালদের নিয়ে তার কাজ এবং গবেষণার বিষয়টি বিস্তারিত তুলে ধরেছেন। পাবো প্রথমে ছিলেন মিশর গবেষক। সেখানে মমি নিয়ে কাজ করতে গিয়ে তিনি মমি থেকে DNA উদ্ধার করা নিয়ে আগ্রহী হয়ে পরেন। পরবর্তীতে তিনি এই ফিল্ডেই তার সারা জীবন ব্যয় করেছেন। নিয়ান্ডারথাল মানব এবং তাদের নিয়ে গবেষণা সম্পর্কে জানার জন্য এই বইটি হলো পৃথিবীর সেরা বই।
Reviews
There are no reviews yet.