ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল রেশম এবং মসলার ব্যবসা করতে। কিন্তু এক পর্যায়ে তারা মুঘল সাম্রাজ্যের সাথে যুদ্ধ শুরু করে দেয়। যুদ্ধে জয়ী হওয়ার পর এই কোম্পানি আর কোম্পানি থাকে না। হয়ে উঠে ভারতবর্ষের ইতিহাসের এক বেপরোয়া শাসক। চল্লিশ বছরেরও কম সময়ের মধ্যে প্রায় ২ লক্ষ নিরপত্তা কর্মীকে ট্রেনিং দিয়ে তারা এমন এক সেনাবাহিনী তৈরি করে, যা খোদ ব্রিটিশ আর্মির চেয়েও দুই গুণ বড়। মুঘল সাম্রাজ্যের মত এমন দুর্দান্ত ও জাঁকজমকপূর্ণ একটি সাম্রাজ্যকে একটা প্রাইভেট কোম্পানি কীভাবে ধ্বংস করল এবং সেই কোম্পানিই হয়ে উঠল সম্রাটের মতো, এই বই হলো সেই উপাখ্যান।


























































